নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলায় সিপিবি’র প্রতিবাদ সভা
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দু’টি মসজিদে সম্প্রতি জুম্মার নামাজের সময় বন্দুকধারী আততায়ীর গুলিতে বাংলাদেশীসহ ৪৯ জন নিহতের সন্ত্রাসী ঘটনার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পাটি (সিপিবি), খুলনা মহানগর কমিটির উদ্যোগে এক প্রতিবাদসভা গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দলের মহানগর সভাপতি এইচ এম শাহাদাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদারের সঞ্চালনায় ‘সামাজ্যবাদী আগ্রাসন ও বৈশ্বিক সন্ত্রাসবাদ’ প্রসঙ্গে আলোচনা করেন সিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, জেলা সাধারণ সম্পাদক এড. রুহুল আমিন, মহানগর সিপিবি নেতা এড. নিত্যানন্দ ঢালী, নিতাই পাল, রুস্তম আলী হাওলাদার, কিংশুক রায়, সুজিত সাহা, ছাত্র ইউনিয়ন নেতা সৌমিত্র সৌরভ, শিমুল ঘোষ প্রমুখ।