December 28, 2024
জাতীয়লেটেস্ট

নিউজপোর্টাল চালালে নিবন্ধন লাগবে : তথ্যমন্ত্রী

দক্ষিণাঞ্চল ডেস্ক
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অনলাইন মিডিয়া পরিচালনার বিষয়ে খসড়া নীতিমালা প্রস্তুত এবং একটি কমিশন গঠন করা হচ্ছে। নীতিমালাটি চূড়ান্ত হলে সব অনলাইন সংবাদমাধ্যমকে নিবন্ধিত হতে হবে। গতকাল সোমবার সংসদের অধিবেশনে বিরোধীদল জাতীয় পার্টির এমপি নাসরিন জাহান রতœা এবং আওয়ামী লীগের এমপি মোর্শেদ আলমের সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। এ সময় তথ্যমন্ত্রী সংবাদপত্রের জন্য ঘোষিত নবম ওয়েজবোর্ড শিগগিরই বাস্তবায়ন করা হবে বলেও জানান।
তিনি বলেন, ‘দেশে অনলাইন মিডিয়ার ব্যাপক প্রসার ঘটেছে। ২০০৮ সালে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৪০ লাখ। বর্তমানে ৮ কোটির বেশি। দেশে কয়েক হাজার অনলাইন সংবাদপত্র রয়েছে। আমরা অনলাইন নীতিমালা করছি। এই অনলাইন নীতিমালা মন্ত্রিসভায় পাস হওয়ার পর সব অনলাইন সংবাদপত্রকে নীতিমালার আওতায় এনে নিবন্ধিত করা হবে।’
হাছান মাহমুদ বলেন, ‘আমরা ইতোমধ্যে অনেক অনলাইন সংবাদপত্র সম্পর্কে খোঁজ-খবর নিয়েছি, নিচ্ছি। সব অনলাইনকেই নীতিমালার আওতায় এসে নিবন্ধিত হতে হবে।’
সংবাদপত্রের নবম ওয়েজবোর্ড বিষয়ে তিনি বলেন, ‘নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান মন্ত্রিসভার প্রথম সভাতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কমিটি গঠন করে দিয়েছেন। আমরা স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করে মতবিনিময় করছি। আশা করছি, শিগগিরই নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন করা সম্ভব হবে।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *