January 20, 2025
জাতীয়লেটেস্ট

নাসিমের আসনে ছেলে জয়, সাহারার আসনে হাবিব আ. লীগের প্রার্থী

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত মোহাম্মদ নাসিমের আসন সিরাজগঞ্জ-১ এর উপ-নির্বাচনে তার ছেলে তানভীর শাকিল জয়কে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

আর সাবেক মন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৮ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ হাবিব হাছান৷

আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্তভাবে তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ দুই আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

মোহাম্মদ নাসিম ও সাহারা খাতুনের মৃত্যুতে এ আসন দু’টি শূন্য হয়৷
ওবায়দুল কাদের নেতাকর্মীদের প্রতি সব ভেদাভেদ ভুলে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মেনে ঘোষিত প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

 

©দক্ষিণাঞ্চল প্রতিদিন/এএপি

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *