নার্সসহ ১২ জন রাজশাহী মেডিকেলে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আলাদা ওয়ার্ডে একজন নার্সসহ ১২ জনকে করোনাভাইরাসে আক্রন্ত সন্দেহে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গত ২০ ঘণ্টায় তাদের ভর্তি করা হয়েছে বলে শনিবার সকালে নিয়মিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুল হক আজিজ। আজিজ ওই হাসপাতালের করোনাভাইরাস চিকিৎসক সমন্বয় কমিটির আহ্বায়ক।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১২ জনের মধ্যে ছয়জন পুরুষ আর ছয়জন নারী। তাদের বেশির ভাগেরই অবস্থা উন্নতির দিকে। তাদের মধ্যে আটজনকে শিগগির ছেড়ে দেওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
তবে তিনজন পুরুষ ও একজন নার্সকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন, ওই নার্স ১০ দিন ধরে জ্বরে ভুগছেন। এছাড়া তার করোনাভাইরাসে আক্রন্ত হওয়ার অন্যান্য উপসর্গও রয়েছে। তাই তাকে রাজশাহী সংক্রামক ব্যাধি হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে গত ১ এপ্রিল রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার ল্যাব চালু করা হয়েছে। তবে সেখান থেকে এখনও কোনো পরীক্ষার ফল আসেনি।
আজিজ বলেন, বৃহস্পতিবার পর্যন্ত রাজশাহী অঞ্চলের আটজনের নমুনা সংগ্রহ করে এ ল্যাবে পাঠানো জয়েছে। শুক্রবার কোনো নমুনা আসেনি। শনিবার নমুনা আসলে পরীক্ষা করা হবে।