নারী ভক্তের মুঠো থেকে হাত সরিয়ে নিলেন হতভম্ব পোপ
হেঁচকা টান, পরের কয়েক মুহূর্তে এক নারী ভক্তের মুঠো থেকে হতভম্ব পোপ ফ্রান্সিসের হাত সরিয়ে নেওয়ার একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে গেছে।
মঙ্গলবার রাতে ভ্যাটিকান সিটির সেইন্ট পিটারস স্কয়ারে ভক্তদের সঙ্গে পোপের হাত মেলানোর সময় ঘটনাটি ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
ভিডিওর শুরুতে অপেক্ষারত ভক্তদের দিকে হাসিমুখেই পোপকে এগিয়ে যেতে দেখা যায়। এরপর একে একে সবার সঙ্গে তিনি হাত মেলাতে ও শুভেচ্ছা বিনিময় করতে থাকেন।
এক শিশুর সঙ্গে হাত মেলানোর পর ভক্তদের কাছ থেকে উল্টোদিকে ঘোরার মুহুর্তেই এক নারী তার হাত ধরে হেঁচকা টান দেন। হতভম্ব পোপ এতে খানিকটা ব্যথা পান বলে ধারণা করা হচ্ছে; পরক্ষণেই ওই নারীর হাতে আলতো থাবা দিয়ে নিজের হাত সরিয়ে নেন ফ্রান্সিস।
পোপ যখন অন্যদের সঙ্গে হাত মিলিয়ে এগুচ্ছিলেন ওই নারী ভক্তকে তখন বাতাসে ক্রসচিহ্ন আঁকতে দেখা গেছে বলে জানিয়েছে রয়টার্স।
পোপকে নিজের দিকে টেনে নেয়ার সময় তিনি কিছু বলেছিলেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।