নারী দিবসে খুলনায় তিন নারী সাংবাদিককে সংবর্ধনা
খবর বিজ্ঞপ্তি
বিশ্ব নারী দিবস উপলক্ষে গতকাল (রবিবার) বিকেলে নগরীর লায়ন্স চক্ষু হাসপাতাল মিলনায়তনে সম্মিলিত নারী অধিকার সুরক্ষা ফোরামের উদ্যোগে নানা কর্মসূচী পালিত হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে আলোচনা সভা, নারী সাংবাদিকদের সংবর্ধনা ও বইয়ের মোড়ক উন্মোচন। সভায় সভাপতিত্ব করেন ভাষা সৈনিক বেগম মাজেদা আলী।
সভায় অংশ নেন ও বক্তৃতা করেন ড. সৈয়দ লুৎফুন নাহার, জাকিয়া আক্তার হোসেন, রেহেনা ঈসা, রোজি রহমান, আফরোজা খানম, ডাঃ সাহানা রাজ্জাক, এড. তসলিমা খাতুন ছন্দা, সুতপা বেদজ্ঞ, অজান্তা দাস, মনোয়ারা বেগম, রসু আক্তার, সিলভী হারুন, আসমা সারা, অধ্যক্ষ সুমিয়া নাসরিন, ফরিদা ইয়াসমিন বুলি, মেরিনা যুথি, এড. অলোকা নন্দা দাস, রুমা নন্দী, মিনু মমতাজ, এড. কানিজ ফাতেমা আমিন, রনি জব্বার,নাজমুল ইসলাম ডেভিড, এড. কুদরত ই খুদা, খলিলুর রহমান সুমন, আফজাল হোসেন রাজু প্রমূখ। সভায় নারী নেত্রী সুতপা বেদজ্ঞ-এর লেখা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া তিনজন নারী সাংবাদিককে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। তারা হলেন,সাংবাদিক নিপা মোনালিসা, শিম্পা খাতুন ও শিল্পী।