নারী ক্রিকেটারদের জন্য বিসিবির আর্থিক সহায়তা
ছেলেদের তুলনায় দেশের মেয়ে ক্রিকেটারদের আয় অনেক কম। আয়ের উৎসও সীমিত। করোনাভাইরাসের এই দুর্যোগে তাদের পাশেও দাঁড়াচ্ছে বিসিবি। দেশের নারী ক্রিকেটারদের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড।
২০১৮-১৯ মৌসুমের জাতীয় লিগে যারা খেলেছেন এবং ২০১৯-২০ মৌসুমে জাতীয় দলের ক্যাম্পে ছিলেন, এমন সব নারী ক্রিকেটারকে এককালীন ২০ হাজার টাকা করে দেবে বিসিবি।
করোনাভাইরাসের বিস্তার এড়াতে মেয়েদের সব টুর্নামেন্ট ও সব ধরনের ক্রিকেট কার্যক্রম আপাতত বন্ধ আছে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান জানালেন, বিপদের দিনে ক্রিকেটারদের পাশে থাকতেই বোর্ডের এই উদ্যোগ।
“ছেলেদের মতো দেশের নারী ক্রিকেটারদের বেশির ভাগেরই আয়ের মূল উৎস ঘরোয়া ক্রিকেট। কোভিড-১৯ পরিস্থিতিতে মেয়েদের অনুশীলন ক্যাম্পও হতে পারছে না। বাধ্য হয়ে তাদের ঘরে বসে থাকতে হচ্ছে। এই সময়টায় ওদের পাশে থাকা প্রয়োজন।”
মেয়েদের আগে ছেলে ক্রিকেটারদের একটি অংশের জন্য সহায়তার ঘোষণা দিয়েছিল বিসিবি। বোর্ডের কেন্দ্রীয় চুক্তি ও প্রথম শ্রেণির ক্রিকেটারদের চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের যারা এবার ঢাকা প্রিমিয়ার লিগ দলগুলিতে আছেন, তাদের এককালীন দেওয়া হচ্ছে ৩০ হাজার টাকা করে।