নারায়ণগঞ্জ জেলা পুলিশে করোনা শনাক্ত বেড়ে ৮৭
নারায়ণগঞ্জ জেলা পুলিশে করোনা শনাক্ত বেড়ে ৮৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৫ জন সুস্থ হয়ে ফিরেছেন। এছাড়া চিকিৎসাধীন ২৩ জন সুস্থতার পথে বলে মনে করা হচ্ছে। বেশকিছুদিন চিকিৎসা নেওয়ার পর একবার করে তাদের করোনা নেগেটিভ এসেছে।
মঙ্গলবার (১২ মে) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, জেলা পুলিশে মঙ্গলবার পর্যন্ত মোট ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) ৫ জন ও ইমপালস হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন। বাকিরা জেলা পুলিশ লাইনস ও বাড়িতে বিশেষ ব্যবস্থায় আইসোলেশনে রয়েছেন। ৮৭ জনের মধ্যে একজন অফিস স্টাফ ছাড়া বাকি সবাই পুলিশ সদস্য।