December 21, 2024
জাতীয়

নারায়ণগঞ্জে রান্নাঘরে জমে থাকা গ্যাসে আগুন, স্বামী-স্ত্রী দগ্ধ

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় রান্নাঘরে জমে থাকা গ্যাসে আগুন লেগে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান জানান, উপজেলার কাঁচপুরে একটি একতলা বাড়ির রান্নাঘরে অগ্নিকাÐের এ ঘটনা ঘটে। দগ্ধ আশরাফুল ইসলাম ও রুজিনার বাড়ি রংপুর। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আশরাফুল মদনপুর এলাকায় ইপিলিয়ন গ্রæপের একটি কারখানার নিরাপত্তা কর্মী। রুজিনা আদমজী ইপিজেডে একটি পোশাক কারখানায় কাজ করেন।

ওসি মনিরুজ্জামান এলাকাবাসীর বরাতে বলেন, রুজিনা শনিবার ভোরে রান্না করার জন্য চুলায় আগুন জ্বালানোর সময় বিস্ফোরণ হয়। এতে আগুন ধরে যায়। আগুন দ্রæত ছড়িয়ে পড়লে স্বামী-স্ত্রী দগ্ধ হন। চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালের নিয়ে যায়। ঘরে গ্যাস জমা হয়ে এই বিস্ফোরণ ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। বিষয়টি পুলিশ ও ফায়াস সার্ভিস কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে বলে তিনি জানান।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া চিকিৎসকদের বরাতে বলেন, আগুনে আশরাফুলের শরীরে ৭৩ শতাংশ আর রুজিনার ৬৩ শতাংশ পুড়ে গেছে। তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *