নারায়ণগঞ্জে দগ্ধ গৃহবধূ ফাতেমারও মৃত্যু
দক্ষিণাঞ্চল ডেস্ক
ছোট ছেলের পর সিলিন্ডার থেকে লাগা আগুনে দগ্ধ নারায়ণগঞ্জের গৃহবধূ ফাতেমা বেগমও মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ফাতেমা মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল। এর আগে আগুনে দগ্ধ ফাতেমার ছোট ছেলে সাফওয়ান আলী (১০) রোববার রাতে মারা যায়।
ফাতেমার বড় ছেলে সাইফ আলী বেগ (১৫) ও মেয়ে ফারিহা আক্তার ফারজানা (১২) বার্ন ইউনিটে এখনও চিকিৎসাধীন। এর মধ্যে সাইফের অবস্থাও গুরুতর জানিয়েছিলেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।
শনিবার রাত ৯টার দিকে ফতুলার ২৫৫ গিরিধারা আবাসিক এলাকার বিসমিলাহ টুইন টাওয়ার ছয়তলা ভবনের চারতলায় আব্দুর রহিমের স্ত্রী ফাতেমা বেগম রান্না করার জন্য ম্যাচের কাঠি জ্বালোনোর সঙ্গে সঙ্গে এলপি গ্যাসের সিলিন্ডারে আগুন ধরে যায়। এসময় তিন সন্তানসহ দগ্ধ হন ফাতেমা।