নামাজ বাস্তবায়ন কমিটির মাহফিল আজ শুরু
খবর বিজ্ঞপ্তি
খুলনা শের এ বাংলা রোড নামাজ বাস্তবায়ন কমিটির উদ্দোগে দুই দিনব্যাপী ২৯তম বাৎসরিক ওয়াজ মাহফিল আজ ৮ ও আগামীকাল ৯ মার্চ, শুক্রবার ও শনিবার নগরীর শের এ বাংলা রোড, সাবেক বিভাগীয় নির্বাচন অফিসের সামনে, আমতলার মোড়ে অনুষ্ঠিত হবে।
দুইদিন ব্যাপী মাহফিলে আজ তাশরিফ আনবেন বারাসাত ভারতের আলহাজ্ব আমিনুল আম্বিয়া, মারকাযুল উলুম মাদ্রাসার মুফতী রবিউল ইসলাম রাফে। আগামীকাল শনিবার দ্বিতীয় দিন তাশরিফ আনবেন ঢাকার মাওলানা মোস্তফা মাহাবুব আলম, মিশরের আবুল কালাম আজাদ, দারুল উলুম মাদ্রাসার মাওঃ আব্দুল্লাহ, উভয় দিন কোরআন তেলাওয়াত করবেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্বারী হাফেজ জাহিদুল ইসলাম। সভাপতিত্ব করবেন নামাজ বাস্তবায়ন কমিটির সভাপতি আলহাজ্ব মাওঃ গোলাম কিবরিয়া, মাহফিল পরিচালনা করবেন প্রচার সম্পাদক শেখ মুহাঃ নাসির উদ্দিন, সকল মুসল্লীদেরকে মাহফিলে অংশগ্রহণ করার আহŸান জানিয়েছেন সাধারণ সম্পাদক মুহাম্মদ শামিম আল আজাদ।