নামাজ বাস্তবায়ন কমিটির দু’দিনব্যাপী মাহফিল আজ শুরু
খবর বিজ্ঞপ্তি
শের এ বাংলা রোড নামাজ বাস্তবায়ন কমিটির উদ্দোগে দুইদিন ব্যাপি ৩০তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ বৃহস্পতি ও কাল শুক্রবার, শের এ বাংলা রোড, সাবেক বিভাগীয় নির্বাচন অফিসের সামনে অনুষ্ঠিত হবে। আজ ১৬ জানুয়ারী বৃহস্পতিবার তাফসীর আনবেন ঢাকা আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য মাওঃ মোস্তফা মাহবুব আলম, খুলনা দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মুফতী মাহফুজুর রহমান, ফুলবাড়ীগেট মাদ্রাসার শিক্ষক মুফতী জাহিদুল ইসলাম।
এবং আগামীকাল ১৭ জানুয়ারী শুক্রবার তাফসীর আনবেন ঢাকা নারায়ণগঞ্জ বাইতুল আমান জামে মসজিদের খতিব মুফতী ওমর ফারুক যুক্তিবাদী, খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদের খতিব মুফতী আব্দুল কুদ্দুস, উভয় দিন কোরআন তেলাওয়াত করবেন আন্তর্জাতিক স্বর্ণপদকপ্রাপ্ত ক্বারী মাওঃ মোস্তাকিম বিল্লাহ, মাহফিলে সভাপতিত্ব করবেন খুলনা জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওঃ গোলাম কিবরিয়া, পরিচালনায় থাকবেন কমিটির প্রচার সম্পাদক শেখ মোঃ নাসির উদ্দিন। মাহফিলে দলে যোগদানের জন্য আহবান জানিয়েছেন কমিটির সাধারণ সম্পাদক মোঃ শামীম আল আজাদ।