December 21, 2024
আঞ্চলিক

নানা আয়োজনে মুজিববর্ষকে স্মরণীয় করবে খুলনাবাসী

প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক

 

দ: প্রতিবদেক

নানা আয়োজনের মাধ্যমে সরকার ঘোষিত মুজিববর্ষকে (২০২০ সাল) স্মরণীয় করে রাখবে খুলনাবাসী। এজন্য জাতীয় অনুষ্ঠানসূচি পালনের পাশাপাশি নেওয়া হচ্ছে ব্যতিক্রমধর্মী কিছু উদ্যোগ। ১ জানুয়ারি চাইল্ড ইন্টিগ্রিটি বঙ্গবন্ধু ফোরামের ব্যানারে ১৯২০ জন শিশু, ১৯২০ জন আলেম এবং খুলনা অঞ্চলের জীবিত সকল মুক্তিযোদ্ধা মুজিবকোট পরে একসাথে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ দিবেন এবং দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ। গতকাল মঙ্গলবার খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে এ সংক্রান্ত এক প্রস্তুতিমূলক সভায় এসব কথা জানানো হয়।

সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, খুলনা ছিলো বঙ্গবন্ধুর সেকেন্ড হোম। তাই তাঁর জন্মশতবার্ষিকীকে আমরা এমনভাবে উদযাপন করতে চাই যেন তা একটি মাইল ফলক হয়ে থাকে। এরপর তিনি আরো কিছু উদ্যোগের কথা তুলে ধরেন যার মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট এবং টেনিস খেলার তিনটি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আয়োজন, গ্রিনেস বুক রেকর্ডে নাম লেখানের জন্য সর্ববৃহৎ সাইকেল র‌্যালি আয়োজন, বইপড়া কর্মসূচি ইত্যাদি। মুজিববর্ষকে সফল করার জন্য তিনি খুলনার সকল স্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

এই প্রস্তুতিমূলক সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমানসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিককর্মী, শিক্ষক প্রতিনিধি, এনজিওকর্মীসহ বিভিন্ন সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *