নানা আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত
দক্ষিণাঞ্চল ডেস্ক
‘মুজিববর্ষের মূলনীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই শ্লোগানকে সামনে রেখে খুলনা অঞ্চলে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। প্রতিনিধিদের তথ্যে সাজানো হয়েছে এ ডেস্ক রিপোর্টটি।
সাতক্ষীরা : ‘মুজিববর্ষের মূলনীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি সাতক্ষীরার আয়োজনে এ উপলক্ষ্যে গতকাল শনিবার বেলা ১১টায় শহরের আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে এসে তারা এক আলোচনা সভায় মিলিত হয়। জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডা.আলহাজ¦ আবুল কালাম বাবলার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। সভায় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাগেরহাট : বাগেরহাট জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির যৌথ আয়োজনে গতকাল শনিবার দুপুরে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার কেএম আরিফুল হক। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মাহমুদ হাসান, মোংলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. শাহ আলম টুকু, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা আ’লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, পৌর আ’লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, পৌর কাউন্সিলর রেজাউর রহমান মন্টু প্রমুখ।
ফুলতলা: কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে শনিবার সকালে ফুলতলা থানার উদ্যোগে এক র্যালী বের হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি মোঃ ইলিয়াস তালুকদার, ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ, উপজেলা আ’লীগের সহসভাপতি কাজী আশরাফ হোসেন আশু, মোঃ আবুল কাশেম, আলহাজ¦ আমিনুল ইসলাম বিশ^াস, দলিল উদ্দিন মোল্যা, মোঃ সেকেন্দার আলী, এসআই সুশান্ত কুমার পাল, আমিতাব সন্যাসী, কাজী মুজাহিদুল ইসলাম, সোহরাব হোসেন, জাকির হোসেন, আসাদুজ্জামান, জিএম তানভীর প্রমুখ।
পাইকগাছা: পাইকগাছায় র্যালী ও আলোচনা সভা মাধ্যমে মুজিববর্ষে পুলিশনীতি, জনসেবা আর সস্প্রীতি কমিনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত। গতকাল শনিবার সকালে থানা বঙ্গবন্ধু চত্বরে কমিনিটি পুলিশিং ফোরামের থানা সভাপতি মোঃ দাউদ শরীফ সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) সাইফুল ইসলাম। প্রভাষক মইনুল ইসলাম পরিচালনায় বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, পাইকগাছা সরকারি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, পাইকগাছা প্রেসক্লাব সভাপতি এ্যাড এফএমএ রাজ্জাক, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কাওসার আলী জোয়ার্দার, কে এম আরিফুজ্জামান তুহিন, রিপন কুমার মন্ডল, আব্দুল মান্নান গাজী, কাজল কান্তি মন্ডল, শাহজাদা আবু ইলিয়াস, শেখ জিয়াদুল ইসলাম, আব্দুস সালাম কেরু, ইউপি সদস্য কাইয়ুম হোসেন, খলিলুর রহমান, রমজান আলী, হারুনার রশিদ হিরু, হাফিজুর রহমান, আবু সাঈদ কালাই, কমিনিটি পুলিশং ফোরামের সদস্য জাকারিয়া হোসেন, অসিম কুমার, নির্মাল কান্তি মন্ডল।
অভয়নগর : যশোরের অভয়নগর থানা কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষ্যে গতকাল শনিবার সকালে অভয়নগর থানা কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজনে একটি বিশাল র্যালি শিল্প শহর নওয়াপাড়া শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ একে এম শামিম হাসান এর সভাপতিত্বে আলোচনা সভা থানা চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার যশোর খ সার্কেল। আরও বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র ও অভয়নগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সর্দার অলিয়ার রহমান, উপজেলার ভাইস চেয়ারম্যান ও থানা কমিউনিটি পুলিশিং ফোরম এর সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক, ৯নং ওয়ার্ড পৌর কাউন্সিলর আলহাজ্ মিজানুর রহমান, আ’লী নেতা ও থানা কমিউনিটি পুলিশিং ফোরাম এর সভাপতি ইব্রাহিম হোসেন বিশ^াস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলি আহম্মেদ খান, আ’লীগ নেতা মাসুদুর রহমান টিটু ফরাজী, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যাক্ষ রবিউল ইসলাম প্রমুখ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলায়ত করেন,থানা মসজিদের পেশ ইমাম মাওলানা ইসমাইল হোসেন, গিতা পাঠ করেন থানা পুলিশের এস আই সুকল্যান সরকার। সভাটি সঞ্চালন করেন এস আই উজ্জল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ নেতা আনিচুর রহমান মিন্টু, ৫নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মিজানুর রহমান মোল্যাসহ ১, ২, ৩, ৪, ৬, ৭, ৮, ৯নং পৌর ওয়ার্ড কাউন্সিলর, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়াম্যানগণ, উপজেলা ও পৌর আ’লীগ, যুবলীগ ও ছাত্র লীগের নেতৃবৃন্দরা।
অপরদিকে অনুরূপভাবে নুরবাগ মোড়ে সকাল ১১টায় নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ এম আব্দুল্লার সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং ফোরাম এর আলোচলা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো: ছিদ্দিকুর রহমান, নওয়াপাড়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক প্রমুখ।