November 28, 2024
জাতীয়

নাতনীর সঙ্গে বিয়ে না দেয়ায় নানীকে হত্যা : আসামির মৃত্যুদণ্ড

দক্ষিণাঞ্চল ডেস্ক

রাজধানীর হাজারীবাগে সালেহা হক পাবলিক স্কুলের ৮ম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে তার নানী রিজিয়া বেগমকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজমিস্ত্রির সহকারী সমীর উদ্দিন মুন্সি ওরফে শাহীনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ভিকটিম রিজিয়া বেগমের বাসায় তার স্কুল পড়–য়া নাতনী থাকত। সে রাজধানীর হাজারীবাগের সালেহা হক পাবলিক স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী।

একই এলাকায় থাকার কারণে ভিকটিম রিজিয়ার বাসায় আসামি রাজমিস্ত্রির সহকারী সমীর উদ্দিন মুন্সি ওরফে শাহীন প্রায় আসা যাওয়া করতেন। আসা-যাওয়ার কারণে রিজিয়ার নাতনীকে পছন্দ করেন আসামি। পরবর্তীতে তাকে বিয়ে করার প্রস্তাব দেন আসামি সমীর। কিন্তু নাতনীর বয়স কম হওয়ার বিয়ে দিতে রাজি হননি ভিকটিম রিজিয়া বেগম।

তার ওপর ক্ষিপ্ত হয়ে ২০১৮ সালের ১২ ফেব্রæয়ারি রাতে বাসায় গিয়ে রিজিয়া বেগমকে হত্যা করে আসামি সমীর। ওই ঘটনায় পরের দিন ভিকটিমের মেয়ে মায়া বেগম বাদী হয়ে হাজারীবাগ থানায় সমীরকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর একই বছরের ১৩ মে এ মামলার অভিযোগপত্র দেয় পুলিশ। গত ২০১৮ সালের ১৫ মে আসামি সমীর উদ্দিনের বিরুদ্ধ অভিযোগ গঠন করেন আদালত। বিভিন্ন সময়ে সাত জন আদালতে সাক্ষ্য দেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *