নাট্য নিকেতনের শতবর্ষী নাট্যমঞ্চে নাট্যোৎসব আজ
দেশের শতবর্ষী নাট্যমঞ্চগুলো ইতিহাস, ঐতিহ্য এবং অবদানকে দেশবাসীর সামনে তুলে ধরার লক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিভিন্ন জেলায় ৩৫টি শতবর্ষী নাট্যমঞ্চে আবারও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার চেষ্টা করছে। এ উপলক্ষে আগামীকাল ১২ মার্চ বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত খুলনা করোনেশন হলে খুলনা নাট্য নিকেতনের শতবর্ষী নাট্যমঞ্চে নাট্যোৎসব অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।