নাটোরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
দক্ষিণাঞ্চল ডেস্ক
নাটোরের দত্তপাড়া এলাকায় হাসান আলী (২৮) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দত্তপাড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত হাসান আলী দত্তপাড়া গ্রামের মংলা খায়ের ছেলে। তিনি হরিশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি ছিলেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, সন্ধ্যায় হাসান আলী দত্তপাড়া বাজারে অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।