নাগরিক ফোরাম ও সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার বৃক্ষরোপণ
খবর বিজ্ঞপ্তি
নাগরিক ফোরাম, ২৫নং ওয়ার্ড ও সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার যৌথ উদ্যোগে গতকাল শনিবার সকাল ৯টায় খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ, লায়ন্স স্কুল এন্ড কলেজ, সিটি গার্লস কলেজ, সেন্ট জেভিয়ার্স হাই স্কুল, বানিয়াখামার মাধ্যমিক বিদ্যালয়, বানরগাতি প্রাথমিক বিদ্যালয়, খোরশেদ আহমেদ সড়ক (খোরশেদ নগর), হাজী ইসমাইল লিংক রোড, আল আমিন মহল্লা প্রভৃতি এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধী গাছ রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ২৫নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ আলী আকবর টিপু।
নাগরিক ফোরাম ও সোনালীদিন প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক ইসরাত আর হীরার বৃক্ষরোপণ পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত নাগরিক ফোরামের মোঃ সাউফুল ইসলাম রাজ, মোঃ সাব্বির খান, সাজেদা ইসলাম, নারী নেত্রী সিলভী হারুন, শেখ হেদায়তে হোসেন, এ্যান্থনি সুশীল ফলিয়া, মোঃ শাহজাহান মিয়া, মোঃ সবুজুল ইসলাম, মোঃ আব্দুল রাজ্জাক, স ম মোকাররম হোসেন, দিবাকর রায়, মাহিদা জেসমনি, রাকিবুজ্জামান মানিক, নাজনিন জাহান সৌমী, নিঝুম হাসান শ্রæতি, তাহেরা জামান আখি ও স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রধানগণ।