December 22, 2024
আন্তর্জাতিক

নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ সহিংসতায় উত্তর প্রদেশে নিহত ৬

দক্ষিণাঞ্চল ডেস্ক

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তর প্রদেশজুড়ে বিক্ষোভ-সহিংসতায় ৬ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার এ হতাহতের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানায়। রাজ্য পুলিশের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, রাজ্যের বিভিন্ন জায়গায় সহিংসতায় কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে।

বিজনরে ২ জন, সাম্বালে ১ জন, ফিরোবাজাবাদে ১, মেরুতে ১ জন এবং কানপুরে ১ জন নিহত হয়েছেন। এদিকে উত্তর প্রদেশের ডিরেক্টর জেনারেল অব পুলিশ ওম প্রকাশ সিং দাবি করেছেন, পুলিশের গুলিতে তাদের মৃত্যু হয়নি। ‘পুলিশের পক্ষ থেকে একটা গুলিও ছোড়া হয়নি’, যোগ করেন তিনি।

এর আগে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তর প্রদেশে জুমার নামাজের পর কমপক্ষে সাত জেলায় হওয়া বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি ছুড়েছে কাঁদানে গ্যাসও। সেসময় মোজাফফরনগর, বাহরাইচ, বুলন্দশহর, গোরাকপুর, ফিরোজাবাদ, আলীনগর এবং ফারুখাবাদে সহিংসতার খবর পাওয়া গেছে।

এদিন সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশটির রাজধানী দিল্লিতেও জুমার নামাজের পর বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইন সংশোধন করে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিসহ অমুসলিম অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে এই আইনে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *