January 21, 2025
জাতীয়লেটেস্ট

না’গঞ্জে ১৮৪ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত ১৪০

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৪০ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ সময়ের মধ্যে কেউ মারা যায়নি।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ তথ্য জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করো প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম।

জাহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় কেউ সুস্থ হননি। তবে ১৮৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে প্রাপ্ত ফলাফলে ১৪০ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ২ হাজার ৬০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে ৯২৪ জনের ফলাফলে পজিটিভ এসেছে।

জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ৯২৪ জন (মৃত্যুসহ)। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হলো ৪২ জনের আর সুস্থ হয়েছেন ৩০ জন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *