December 21, 2024
জাতীয়

না’গঞ্জে বিস্ফোরণের আগুনে দগ্ধ আরেকজনের মৃত্যু

দক্ষিণাঞ্চল ডেস্ক

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসলাইন বিস্ফোরণের এক সপ্তাহ পর দগ্ধ আরেকজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা হলো তিন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবুল বাসার ইমনের মৃত্যু হয় সোমবার সকালে। আবুল বাসার এর আগে নিহত কিরন মিয়ার বড় ছেলে।

১৭ ফেব্রæয়ারি ফতুল্লার সাহেবপাড়ায় একটি পাঁচতলা বাড়ির নিচতলায় গ্যাসলাইন বিস্ফোরণের অগ্নিকাÐে আটজন অগ্নিদগ্ধ হন। ঘটনার দিন মারা যান নূরজাহান বেগম; একদিন পর তার ছেলে কিরন মিয়ার মৃত্যু হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

নিহত কিরনের ভায়রা ভাই মোস্তফা খান বলেন, চিকৎসাধীন ছয়জন হিরন মিয়া, তার স্ত্রী মুক্তা, মেয়ে শিশু ইলমা, কিরন মিয়ার ছোট ছেলে জোবায়ের আপন চিকিৎসাধীন আছেন। জোবায়ের আপনের অবস্থা আশংকাজনক বলে জানান তিনি।

মোস্তফা জানান, বিকাল ৩টায় ইমনের লাশ সাহেবপাড়ায় আনা হয়। বিকালে সাহেবপাড়া কবরস্থানে বাবা কিরন মিয়া ও দাদি নূরজাহানের কবরের পাশে তাকে দাফন করা হয়।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *