December 21, 2024
জাতীয়

  না’গঞ্জে ফেনসিডিল পাচারকারী আটক, ট্রাক জব্দ

দক্ষিণাঞ্চল ডেস্ক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকাচট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ফেনসিডিল পাচারের সময় নূর করিম (৪৭) নামে পাচারকারীকে আটক করেছে ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (্যাব) এসময় ৪৪৭ বোতল ফেনসিডিলসহ পাচারের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানান ্যাব১১ এর সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান।

এর আগে ভোরে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ্যাব১১ এর চেকপোস্টে পণ্য বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৪৭ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী নূর করিমকে আটক করা হয়। এসময় জব্দ করা হয় ট্রাকটিও।

্যাব জানায়, আটক মাদক ব্যবসায়ী নূর করিমের বাড়ি ফেনী জেলার সদর থানাধীন পূর্ব মধুপুর এলাকায়। সে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়বিক্রয় সরবরাহ করে আসছিল।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *