January 15, 2025
জাতীয়

না’গঞ্জে দগ্ধ রাফির মৃত্যু

 

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

মা আর ছোট ভাইয়ের পর মারা গেল নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে দগ্ধ সাইফ আলী বেগ রাফি (১৫)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বার্ন  ইউনিটের চিকিৎসকরা রাফিকে মৃত ঘোষণা করেন। এর আগে রোববার রাফির ছোট ভাই সাফওয়ান আলী (১০) এবং পরদিন মা ফাতেমা বেগম (৩০) মারা যান। হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছে রাফির বোন ফারিহা আক্তার ফারজানা (১২)। চিকিৎসকদের বরাত দিয়ে বাচ্চু মিয়া জানান, রাফির শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

গত ৭ এপ্রিল রাত ৯টার দিকে ফতুল­ার ২৫৫ গিরিধারা আবাসিক এলাকার ছয়তলা বিসমিল­াহ টুইন টাওয়ারের চতুর্থতলায় আব্দুর রহিমের বাসায় আগুনে তিন সন্তানসহ দগ্ধ হন তার স্ত্রী ফাতেমা বেগম। রান্না করার জন্য ফাতেমা ম্যাচের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গে এলপি গ্যাসের সিলিন্ডারে আগুন ধরে গেলে তারা দগ্ধ হন। পরে চারজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *