না’গঞ্জে আরও ২ কারারক্ষী করোনায় আক্রান্ত
নারায়ণগঞ্জ জেলা কারাগারে আরও দুই কারারক্ষী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ জনে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে জেলা কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, জ্বর, ঠাণ্ডা থাকায় শনিবার (১৬ মে) এক কারারক্ষীর নমুনা সংগ্রহ করা হয়। রোববার (১৭ মে) তার পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে। পরে তার সংস্পর্শে থাকা আরও সাতজনের নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার (১৯ মে) পরীক্ষার ফলাফলে দেখা যায় তাদের মধ্যে ছয়জনের করোনা পজিটিভ। এরপর তাদের সংস্পর্শে আসা আরও ছয়জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃহস্পতিবার তাদের মধ্যে দুইজনের করোনা পজিটিভ আসে। এ দিয়ে জেলা কারাগারে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ জনে। এছাড়া বৃহস্পতিবার নতুন আরও ৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আক্রান্ত কারারক্ষীদের উপসর্গ নেই। তারা ভালো আছেন। তাদের কারাগারে চারজন ও করোনা খানপুরের হাসপাতালে নয়জনকে চিকিৎসার জন্য আইসোলেশনে রাখা হয়েছে। এ কারাগারে প্রায় ৩০০ কারারক্ষীসহ কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।