November 27, 2024
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, নিহত ১৫

দক্ষিণাঞ্চল ডেস্ক

নাইজেরিয়ার একটি গ্যাস প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত এবং ৫০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। রোববার লাগোসের আবুলে আদো এলাকার পাইপলাইনের কাছে প্ল্যান্টে জড়ো করে রাখা কিছু সিলিন্ডারকে একটি ট্রাক ধাক্কা দিলে এ বিস্ফোরণ হয় বলে নাইজেরিয়ার ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন (এনএনপিসি) জানিয়েছে। বিষ্ফোরণে আশপাশের বেশ কয়েকটি ভবন ধ্বসে পড়ে এবং এনএনপিসির পাইপলাইনটিও ক্ষতিগ্রস্ত হয়, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল কোম্পানি পরে এক বিবৃতিতে অ্যাটলাস কোভে-মোসিমি পাইপলাইনের কার্যক্রম স্থগিত করার কথা জানায়। বিস্ফোরণে আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (এনইএমএ) ইব্রাহিম ফারিনলোয়ে।

এক প্রত্যক্ষদর্শী জানান, বিষ্ফোরণের পর প্ল্যান্ট ও এর আশপাশের এলাকা ধোঁয়ায় ছেয়ে গেলে উৎসুক জনগণ ঘটনাস্থলে ছুটে আসে; খবর পেয়ে ছুটে আসা দমকল বাহিনীর সদস্যরা আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন। ফারিনলোয়ে বলেন, বিস্ফোরণ এবং এরপর ছড়িয়ে পড়া আগুনে প্ল্যান্টের আশপাশের ৫০টিরও বেশি আবাসিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মূলত চুরি ও নাশকতার কারণেই আফ্রিকার সবচেয়ে বেশি অপরিশোধিত তেল উৎপাদক দেশ নাইজেরিয়ার বিভিন্ন পাইপলাইনে প্রায়ই অগ্নিকাÐের ঘটনা ঘটে; যেসব পদ্ধতি অবলম্বনে চুরি হয়, সেগুলোতে সৃষ্ট দুর্ঘটনার কারণেই অগ্নিকাÐ হয় বলে জানিয়েছে রয়টার্স।

ধোঁয়াসহ আগুন দেখতে পাই; ধোঁয়া এগিয়ে আসতে থাকে, পরে আমরা একটি শব্দ শুনি; এরপর কিছু বাড়ি ছাদসহ ধ্বসে পড়ে, বলেন এক প্রত্যক্ষদর্শী। এনএনপিসি জানিয়েছে, অ্যাটলাস কোভে-মোসিমি পাইপলাইনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকলেও তা লাগোস এবং আশপাশের এলাকায় জ্বালানি পণ্যের স্বাভাবিক সরবরাহে বিঘœ ঘটাবে না।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *