নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে ‘বিজিপির’ গুলিবর্ষণ
দক্ষিণাঞ্চল ডেস্ক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতর ফাঁকা গুলিবর্ষণের শব্দ পাওয়া গেছে। তবে সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি। বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর ইকবাল আহমদ বলেন, মঙ্গলবার ভোর রাতে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ-বিজিপি সদস্যরা গুলিবর্ষণ করেছে। এ ঘটনার প্রতিবাদে এবং কারণ জানতে চেয়ে চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে বিজিবির এ কর্মকর্তা জানান।
মেজর ইকবাল বলেন, ভোর রাত ৫টার দিকে তমব্র“ সীমান্তের শূন্যরেখা অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পের আশপাশের বিভিন্ন সীমান্ত চৌকি থেকে মিয়ানমার অভ্যন্তরে অন্তত শতাধিক রাউন্ড গুলিবর্ষণ করা হয়েছে। বিজিপি কিছুদিন অন্তর এ ধরনের গুলিবর্ষণের ঘটনা ঘটায়। তারা হয়ত ভীতি ছড়াতে এ ঘটনা ঘটিয়েছে।
তবে কী কারণে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে তা নিশ্চিত নয় জানিয়ে মেজর ইকবাল বলেন, বিজিপিকে ঘটনার ব্যাপারে মৌখিকভাবে জানানো হয়েছে। ঘটনার প্রতিবাদে এবং কারণ জানতে চেয়ে বিজিপির কাছে চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে।
মেজর ইকবাল বলেন, সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিজিবির সদস্যরা সীমান্তে কঠোর নজরদারী অব্যাহত রেখেছে। ঘটনার ব্যাপারে বিজিবির সদর দপ্তরে অবিহত করা হয়েছে। তমব্র“ সীমান্তের শূণ্যরেখার ক্যাম্পে বসবাসকারী রোহিঙ্গা কমিউনিটি নেতা নুর মোহাম্মদ বলেন, ভোর রাতে মিয়ানমার অভ্যন্তরে আচমকা বৃষ্টির মতো গুলিবর্ষণের শব্দ শুনে ক্যাম্পের ঘুমন্ত রোহিঙ্গারা আতংকগ্রস্ত হয়ে পড়ে। অনেকে প্রাণভয়ে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তর ঢুকে পড়ে। থেমে থেমে অন্তত আধাঘণ্টাব্যাপী এ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে তিনি জানান।