নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ) ক্ষণগণনা উদ্যাপিত হয় ১০ জানুয়ারি, ২০২০। এ উপলক্ষে বিশ^বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের অংশগ্রহণের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর বিশ্ববিদ্যালয় মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখানো হয়। এছাড়া বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ের ভাষণের চিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সুধীর কুমার পাল, সায়েন্স এ্যান্ড টেকলোজি ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়ল, রেজিস্ট্রার মোঃ শহীদুল ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, প্রক্টর শেখ মাহরুফুর রহমান, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) রবীন্দ্র নাথ দত্ত, সহকারি প্রক্টর মোঃ আসাদুজ্জামান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।