November 24, 2024
আঞ্চলিক

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ভর্তি মেলা উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, খুলনা এর স্প্রিং সেমিস্টার ২০২০ এ ভর্তি মেলার আয়োজন করা হয়েছে।  গতকাল মঙ্গলবার শুরু হওয়া এ ভর্তি মেলা চলবে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত। সরকারী ছুটির দিনসহ সপ্তাহে ৭ দিনই ভর্তি মেলা চলবে এবং ভর্তি শাখা খোলা থাকবে। ভর্তি মেলার উদ্বোধন করেন বিশ^বিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান এস এম কামাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ওবায়দুল্লাহ রিপন, পবিত্র কুমার সরকার, বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সুধীর কুমার পাল, সায়েন্স এ্যান্ড টেকলোজি ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়ল, রেজিস্ট্রার মোঃ শহীদুল ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, প্রক্টর শেখ মাহরুফুর রহমান, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) রবীন্দ্র নাথ দত্ত, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ভর্তি মেলা চলাকালে শিক্ষার্থীদের বিশেষ সুযোগ সুবিধাসমূহ প্রদান করা হচ্ছে। ফেয়ারে ভর্তিতে সকল প্রোগ্রামে ১০% টিউশন ফি ছাড়, এস এস সি ও এইচ এস সি/সমমান পরীক্ষার ফলাফলের উপর ১০০% পর্যন্ত টিউশন ফি ছাড়, মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ১০০% টিউশন ফি ছাড়, সহোদর ভাইবোনদের জন্য ২৫% টিউশন ফি ছাড়, ছাত্রী ও উপজাতিদের জন্য অতিরিক্ত ৫% টিউশন ফি ছাড়, ডিপে¬ামা হোল্ডারদের জন্য অতিরিক্ত ১০% টিউশন ফি ছাড়, ৪ বছর মেয়াদি সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ১৫% এবং ইইই প্রোগ্রামে ১০% অতিরিক্ত টিউশন ফি ছাড়ের ব্যবস্থা রয়েছে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *