December 21, 2024
আঞ্চলিক

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বিতর্ক প্রতিযোগিতা ও দেয়াল পত্রিকা প্রকাশ

 

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ-২০২০) উপলক্ষে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত বছরব্যাপী বিবিধ অনুষ্ঠানমালার অংশ হিসেবে বুধ ও বৃহস্পতিবার ভবন-১ এ দু’দিন ব্যাপী বিতর্ক প্রতিযোগিতা ও দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. তারপদ ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ট্রেজারার ও মুজিব বর্ষ উদ্যাপন কমিটির আহবায়ক প্রফেসর সুধীর কুমার পাল। বিতর্ক প্রতিযোগিতায় স্পিকারের দায়িত্বে ছিলেন মোঃ তাকদিরুল গনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের প্রক্টর, সহকারি প্রক্টর, প্রতিযোগিতা আয়োজক কমিটির আহবায়ক তৌফিকুল ইসলাম, সদস্য সচিব নাছিফ আলভী, বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষকবৃন্দ ও বিপুল সংখ্যক  শিক্ষার্থীবৃন্দ। সংসদীয় বিতর্কের চ‚ড়ান্ত প্রতিযোগিতায় ব্যবসায় প্রশাসন বিভাগ এবং ইংরেজি বিভাগ অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতার শেষে বিচারক মন্ডলী ব্যবসায় প্রশাসন বিভাগকে বিজয়ী ঘোষাণা করে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *