নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
খবর বিজ্হপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি বছরব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এরই অংশ হিসেবে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বিশ^বিদ্যালয়ে দু’দিন ব্যাপী আন্তঃ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানের প্রথম দিনে রূপসা বাইপস রোড সংলগ্ন লবণচরাস্থ বিশ^বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিনব্যাপী উক্ত ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ঘোষণা করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও বিশ^বিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. তারাপদ ভৌমিক।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য সৈয়দ মোহাম্মদ ওবায়দুল্লাহ্ রিপন, পবিত্র কুমার সরকার, ট্রেজারার প্রফেসর সুধীর কুমার পাল, রেজিস্ট্রার মোঃ শহীদুল ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, সহকারি প্রক্টর ও বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রার। অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সুশৃংঙ্খল সমাজ ও সুশিক্ষিত জাতি গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা ও সুষ্ঠু সংস্কৃতি চর্চার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। এসময় বিশ^বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও অসংখ্য ক্রীড়ামোদি দর্শক উপস্থিত ছিলেন।