December 22, 2024
আঞ্চলিক

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

খবর বিজ্হপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি বছরব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এরই অংশ হিসেবে  আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বিশ^বিদ্যালয়ে দু’দিন ব্যাপী আন্তঃ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানের প্রথম দিনে রূপসা বাইপস রোড সংলগ্ন লবণচরাস্থ বিশ^বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিনব্যাপী উক্ত ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ঘোষণা করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও বিশ^বিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. তারাপদ ভৌমিক।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য সৈয়দ মোহাম্মদ ওবায়দুল্লাহ্ রিপন, পবিত্র কুমার সরকার, ট্রেজারার প্রফেসর সুধীর কুমার পাল, রেজিস্ট্রার মোঃ শহীদুল ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, সহকারি প্রক্টর ও বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রার। অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সুশৃংঙ্খল সমাজ ও সুশিক্ষিত জাতি গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা ও  সুষ্ঠু সংস্কৃতি চর্চার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। এসময় বিশ^বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও অসংখ্য ক্রীড়ামোদি দর্শক উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *