January 22, 2025
আঞ্চলিক

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ১ম বর্ষের ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ১ম বর্ষ ১ম সেমিস্টারের  ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম২০২০ সোমবার খুলনা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল এবং ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর . মোঃ  নওশের আলী মোড়ল এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভাইসচ্যান্সেলর প্রফেসর . তারাপদ ভৌমিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোঃ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর সুধীর কুমার পাল। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, সহকারি প্রক্টর, শিক্ষকমন্ডলী, সহকারি রেজিস্ট্রার, বিশ্বিবিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাকর্মচারীবৃন্দ, ছাত্রছাত্রী এবং প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচকবৃন্দ বাংলাদেশের স্বাধীনতা অর্জনে মহান নেতা বঙ্গবন্ধু বীর বাঙালীর অসাধারণ অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং সকল শ্রেণী পেশার মানুষের বাংলাদেশের সঠিক ইতিহাস চর্চার বিষয়ে গুরুত্বারোপ করেন। ছাত্রছাত্রীদেরকে উচ্চ শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপিঠে লেখাপড়ার নিয়মশৃংখলা সার্বিক সুষ্ঠু পরিবেশ বজায় রেখে জ্ঞানার্জনের জন্য বিশেষ আহŸান করা হয়।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *