নরসিংদীতে পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ২
দক্ষিণাঞ্চল ডেস্ক
নরসিংদীতে পিকআপভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার ভগিরথপুর এলাকায় শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মাধবদী থানার ওসি আবু তাহের দেওয়ান জানান। নিহতদের একজন কান্দাইল এলাকার আব্দুল বারেক। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ওসি বলেন, সকালে নরসিংদীর কান্দাইল থেকে খুচরা ব্যাবসায়ীরা একটি পিকআপ ভ্যানে কাপড় বোঝাই করে বাবুর হাট যাচ্ছিল। পথে বিপরীতি দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ দুইজন মারা যায়। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে জানান ওসি।