নরসিংদীতে টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা
দক্ষিণাঞ্চল ডেস্ক
নরসিংদীর রায়পুরা উপজেলায় পারিবারিক কলহের জেরে এক শিক্ষিকাকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। উপজেলার নহাইরামারা ইউনিয়নের হাইরমারা গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে রায়পুরা থানার থানার ওসি মহসিনুল কাদির জানান। নিহত ফাতেমা বেগম (৪০) ওই এলাকার স্বামী বশির মিয়ার স্ত্রী এবং হাইরমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। এ ঘটনায় বশির ও তার দ্বিতীয় স্ত্রী কোহিনুর বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এলাকাবাসীর বরাতে ওসি বলেন, বশির মিয়ার তার প্রথম স্ত্রীর কাছে প্রায়ই টাকা চাইত। এ নিয়ে রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফাতেমা টাকা দিবে না বলে জানালে বশির তাকে শ্বাসরোধে হত্যা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান ওসি।