January 21, 2025
জাতীয়

নবীনগরে পা কেটে নেওয়া সেই মোবারকের মৃত্যু

লকডাউন অমান্য করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পা কেটে নেওয়া সেই মোবারক মিয়া (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মুহাম্মদ আলমগীর হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১২ এপ্রিল (রোববার) থানাকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিল্লুর রহমান ও থানাকান্দি গ্রামের সর্দার আবু কাউসার মোল্লার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে পড়েন। কয়েক দফায় চলা ওই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে জিল্লুর রহমানের সমর্থক মোবারক মিয়ার এক পা কেটে নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামে আনন্দ মিছিল করেন আবু কাউসার মোল্লার সমর্থকরা। মিছিল থেকে পায়ের বদলে মাথা কেটে নিয়ে আসার কথাও বলা হয়। এছাড়া সংঘর্ষের সময় বেশ কয়েকটি ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় দু’পক্ষের প্রধান দুইহোতাসহ ৪২ জনকে আটক করেছে পুলিশ। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *