January 23, 2025
আঞ্চলিক

নবারুণ সংসদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

গতকাল শুক্রবার সকাল ১০টায় নবারুণ সংসদ-এর বার্ষিক সাধারণ সভা নবারুণ সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য গাজী ওহিদুর রহমান টুকুর সভাপতিতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক খান মোতাহার হোসেন।

সভায় সাধারণ সম্পাদক ফরহাদ নেওয়াজ টিপু তাঁর সার্বিক প্রতিবেদন পেশ করেন। এরপর মুক্ত আলোচনা পর্ব শুরু হয়। আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের নির্বাহী সদস্য এ্যাড. কানিজ ফাতেমা আমিন, উপদেষ্টা শেখ জার্জিস উল্লাহ, আব্দুল করিম বাবু প্রমুখ।

সভায় সাধারণ সদস্যদের উপস্থিতিতে বিভিন্ন আলোচনান্তে সর্বসম্মতিক্রমে ২০২০-২০২১ সালের জন্য গাজী ওহিদুর রহমান টুকুকে সভাপতি ও খাইরুল এহসান মানিককে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের কার্যকরী কমিটি গঠিত হয়। কার্যকরী কমিটির অপর সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ আকরাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সেলিম রেজা, কোষাধ্যক্ষ শেখ খুরশিদ আহমেদ, নির্বাহী সদস্য শমসের আলী মিন্টু, আব্দুল করিম বাবু, মোঃ ইদ্রিস আলী, এ্যাড. কানিজ ফাতেমা আমিন, আব্দুস সামাদ কচি, ফরহাদ নেওয়াজ টিপু, এ্যাড. এমদাদুল হক হাসিব, বনানী সুলতানা ঝুমু।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *