নবনির্বাচিত এমপি বাবুকে জেলা যুবলীগের সংবর্ধনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: আকতারুজ্জামান বাবু খুলনা-৬ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে। এ লক্ষে গতকাল বুধবার বেলা ১১ টায় সংসদ সদস্যের নিজস্ব ব্যবসায়ীক অফিসে জেলা যুবলীগের উদ্যোগে সংবর্ধনার আয়োজন করা হয়।
সংগঠনের সিনিয়ার সহ-সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, যুবলীগ নেতা জিয়া হাসান তুহিন, সরদার জাকির হোসেন, এবিএম কামরুজ্জামান, অধ্যাপক ফারুক হোসেন, আছাদুজ্জামান রিয়াজ, জলিল তালুকদার, এ্যাড. কমলেশ সানা, এ্যাড. সমীর ভট্টাচার্য, শেখ রাসেল কবির, জামিল খান, ফাতেমা বিপবী, এ্যাড. সমীর কুমার ঘোষ, এ্যাড. নুরুল আমিন, নুরুজ্জামান, হেলাল খান, জামাল হোসেন, হারুন মোল্যা, মনিরুল ইসলাম, ইয়াজুল ইসলাম, হারুন-অর রশিদ, মাহাফুজুর রহমান সোহাগ, খাইরুল ইসলাম, বিবেক রায়, জসিম সরদার, শাহ নেওয়াজ টিংকু, মাসুদ পারভেজ, বাসুদেব, হাসান রুমি, মিলন মোল্যা, নাহিদুজ্জামান, মাহামুদুর রহমান ইমন প্রমুখ।
সংবর্ধিত অতিথি নব নির্বাচিত সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু সংবর্ধনার জবাবে যুবলীগের সর্বস্তরের নেতা কর্মীদের বিএনপি জামাত জোটের ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থেকে শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়ার কাজে অংশগ্রহন করার জন্য আহবান জানান।