নদী ভাঙ্গনের শিকার ৫৫টি ভূমিহীন পরিবারকে বন্দোবস্তের দাবী
খবর বিজ্ঞপ্তি
কাজীবাছা নদীভাঙ্গনের শিকার জলমা ইউনিয়নের কচুবুনিয়া গ্রামের ৫৫ ভূমিহীন পরিবার তাদের স্থায়ী বন্দোবস্তের আহবান জানিয়েছেন। গতকাল বুধবার বেলা ১টায় উপজেলা নিবাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র নিকট ভিলেজ রেজিলিয়েন্স কমিটি (ভিআরসি) নামক একটি কমিটির মাধ্যমে এসব ভূমিহীন পরিবার আবেদন জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, সিডিপি’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী এসএম ইকবাল হোসেন বিপ্লব, এসএমএ রহিম, ভিআরসি’র সভাপতি বিকাশ রায়, সাধারন সম্পাদক স্বপ্না রায়, গৌর বাড়ৈ প্রমুখ।
আবেদনে তারা জানান, আশি’র দশক থেকে ধারাবাহিক ভাবে নদী ভাঙ্গনের ফলে আমরা সর্বহারা। আমাদের ঘরবাড়ী জমি সব নদীতে বিলিন হয়েছে। একারনে প্রায় ৩৫ বছর যাবত ২৮/২ নং ওয়াপদার দু-পাশে বসবাস করে আসছি। কিন্তু বিভিন্ন সময়ে আমরা লক্ষ করছি পাশ^বর্তী জমির মালিকরা আমাদের হয়রানী করে থাকে। এখানে বসবাসকারী প্রতিটি পরিবারই ভূমিহীন। একখন্ড বসবাসের জন্য স্থায়ী জমি প্রয়োজন।