নদী দখলের খবর পেলেই ব্যবস্থা : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী
দক্ষিণাঞ্চল ডেস্ক
নদী দখলের খবর পেলেই ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। গতকাল শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ‘উপজেলা নদী রক্ষা কমিটি’ আয়োজিত এক সভায় দেশের নদী রক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নদী দখলের খবর পেলেই ব্যবস্থা নেওয়া হবে। আড়াইহাজারে নদী দখল নেই এটি একটি সুখবর কথাটি তার বক্তব্যে জুড়েও দেন।
নদীসহ খাল, বিল, জলাশয় ও সমুদ্র উপকূল রক্ষা ও নদ-নদী পুনরুদ্ধারের মিশন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে গঠিত সংবিধিবদ্ধ সংস্হা- জাতীয় নদী রক্ষা কমিশন। এই জাতীয় নদী রক্ষা কমিশনের ২০১৮ সালের প্রতিবেদনে দেশে ৪৯ হাজার ১৬২ জন নদী দখলকারীকে চিহ্নিত করার কথা জানানো হয়।
এ প্রতিবেদন প্রকাশের দিন গত ২৯ ডিসেম্বর জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার জানিয়েছিলেন, দখলদারদের দ্বিতীয় তালিকা তৈরির কাজ শুরুর কথাও। এরপর গত ২৪ জানুয়ারি জাতীয় সংসদের দেশে ৪৯ হাজার ১৬২ জন অবৈধ দখলদারের বিবরণ লিপিবদ্ধ থাকার কথাটি ফের জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী।
নদী দখলকারীদের তালিকা সংসদে উত্থাপনের সেই প্রসঙ্গ টেনে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হোসেনের সভাপতিত্বে উপজেলা নদী রক্ষা কমিটির সভায় মন্ত্রী বলেন, সেটি নিয়ে সরকার কাজ করছে।
সম্মিলিতভাবে দেশের নদীগুলোকে বাঁচানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, নদী বাঁচলে দেশ বাঁচবে, দেশের নদীগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। নদীগুলোকে নিয়ে সরকার টাস্কফোর্স কমিটি গঠন করেছে। কমিটি নদী রক্ষায় কাজ করছে। নদী দখলের খবর পেলেই আমরা সাথে সাথে ব্যবস্থা নেব।
এ সভায় অন্যদের মধ্যে অংশ নেন, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুইয়া, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ উজ্জ্বল হোসেন, সাবেক ভিপি মোজাম্মেল হক জুয়েল ও আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ। সভায় বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভাগীয় প্রধানরা অংশ নেন।