November 30, 2024
আঞ্চলিক

নদী-খাল দখলকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহবান এনসিআরবি’র

খবর বিজ্ঞপ্তি

জলবায়ূ সহিষ্ণু বাংলাদেশ গঠনের লক্ষে স্থানীয় আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অধিপরামর্শ করার উদ্দেশ্যে গঠিত নেটওয়ার্ক ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট বাংলাদেশ (এনসিআরবি)’র এক সভা নগরীর সিডিপি সম্মেলন কক্ষে গতকাল শুক্রবার ১৪ ফেব্রæয়ারি বিকাল ৪টায় সংগঠনের জেলা সভাপতি অধ্যক্ষ আলী আহমেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএ কাশেম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন খুলনা নাগরিক সমাজের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. আ ফ ম মহসীন, সিডিপি’র প্রধান সমন্বয়কারী মো: আতিকুর রহমান টিপু, এ্যাড. মেহেদী ইনছার, ওয়েসডা’র নির্বাহী পরিচালক ডা: এসএমএ হক, শেখ বাহালুল আলম, সিডিপি’র টেকনিক্যাল কো-অর্ডিনেটর খোকন সিকদার, খুলনা বিভাগীয় সমন্বয়কারী এসএম ইকবাল হোসেন বিপ্লব, গতি’র আনোয়ারা পারভীন আক্তার পরি, এনসিআরবি’র দপ্তর সম্পাদক এম মোস্তফা কামাল, শামীমা রহমান রুনী, এসএমএ রহিম প্রমুখ।

সভায় নগরীর জলাবদ্ধতা নিরসনে কেসিসি-জেলা প্রশাসন কর্তৃক নদী-খাল দখলকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহবান জানান। খাল দখলকারীরা উচ্ছেদের খবর পেয়ে স্ব-স্ব উদ্যোগে অনেক স্থাপনা ভেঙ্গে ফেললেও পরবর্তীতে আবার সেখানে স্থাপনা করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানানো হয়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *