December 23, 2024
জাতীয়

নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত জাতিসংঘ

দক্ষিণাঞ্চল ডেস্ক
বাংলাদেশের নতুন সরকারসহ অন্য জাতীয় অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছে জাতিসংঘ। গতকাল রবিবার জাতিসংঘ বাংলাদেশ অফিসের ফেসবুকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
জাতিসংঘের বার্তায় উলে­খ করা হয়েছে, জাতিসংঘের ২০৩০ সালের বৈশ্বিক উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে এসডিজির ১৬ দফা বাস্তবায়নের লক্ষ্যে একটি শান্তিপূর্ণ, অন্তর্ভূক্তিমূলক সমাজ, সুশাসন ও আইন শাসন বাস্তবায়ন প্রচেষ্টার জন্য বাংলাদেশের নতুন নির্বাচত সরকারের সঙ্গে কাজ করবে জাতিসংঘ। সার্বজনীন মানবাধিকার চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ তার প্রতির্তুতি রাখবে বলেও আশা প্রকাশ করেছে জাতিসংঘ।
এই প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দিয়ে সব দেশের মতোই ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে। এছাড়া মানবাধিকার কাউন্সিলের নতুন সদস্য হিসেবে বাংলাদেশ সরকারের সক্রিয় ভূমিকা পালনে স্বাগত জানিয়েছে জাতিসংঘ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *