November 27, 2024
জাতীয়শীর্ষ সংবাদ

নতুন বছরে যে বার্তা দিলেন বিশ্বনেতারা

নতুন বছরকে স্বাগত জানাচ্ছে বিশ্ব। করোনাভাইরাস মহামারি এই বছরের উদযাপন বন্ধ করতে পারেনি। একেক জায়গায় উদযাপনের রীতি ভিন্ন হলেও সবাই এক উপলক্ষ তৈরি করেছে। এছাড়া আতশবাজি উদযাপনের অন্যতম অনুসঙ্গ হয়ে উঠেছে। নতুন বছরে বার্তা দিয়েছেন বিশ্বনেতারা।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গেল বছরকে কাজের বছর হিসেবে উল্লেখ করেছেন। নতুন বছরে কী করা হবে সেটি জানিয়ে বাইডেন বলেছেন, আমাদের আরও কাজ করার আছে। কিন্তু এই বছর, আমরা কর্মরত পরিবার এবং বয়স্কদের জন্য খরচ কমাতে, আমাদের সম্প্রদায়কে বন্দুকের সহিংসতা থেকে সুরক্ষিত রাখতে এবং সারা দেশে ভাল বেতনের চাকরি তৈরি করতে ঐতিহাসিক আইনে স্বাক্ষর করেছি। আমি নতুন বছরে আরও অগ্রগতির জন্য অপেক্ষা করছি।

নতুন বছর উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সেখানে ইউক্রেন যুদ্ধকে রাশিযার অস্তিত্বের লড়াই হিসেবে বর্ণনা করেছেন।

রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত এক নববর্ষের ভিডিও বার্তায় পুতিন বলেছেন, রাশিয়া তার মাতৃভূমি রক্ষা করতে এবং তার জনগণের জন্য সত্যিকারের স্বাধীনতা সুরক্ষিত করতে ইউক্রেনে লড়াই করছে। রুশরা তাদের দেশকে ধ্বংস করার হাতিয়ার হিসেবে ইউক্রেনকে ব্যবহার করার পশ্চিমা ষড়যন্ত্রের কাছে কখনই হার মানবে না।

নতুন বছরের ভাষণে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং কঠোর পরিশ্রম এবং ঐক্যের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। ভবিষ্যতের জন্য চীনের উচ্চাভিলাষী নীলনকশা প্রদানের জন্য তরুণ প্রজন্মকে তাদের দায়িত্ব কাঁধে নেওয়ার আহ্বান জানান তিনি।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নাগরিকদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। নতুন বছর শুরুর কয়েক ঘণ্টা আগে তিনি বলেন, আমাদের এখনও নতুন বছরে যেতে আরও কয়েক ঘন্টা আছে। কিন্তু আমি এখন এটি বলব: শুভ নববর্ষ! আগামী বছরে আপনার স্বাস্থ্য এবং সুখ ছাড়া আর কিছুই কামনা করছি না। আসুন আমরা একসাথে অগ্রগতি চালিয়ে যাই। আসুন আমরা সবাই যেটিকে বাড়ি বলে ডাকি, সেই দেশের জন্য এই বছরটিকে সেরা করে তুলি।

৩১শে ডিসেম্বর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নতুন বছরের বার্তায় বলেন, ‘আমি আমাদের দেশের প্রতিটি সদস্যের পাশাপাশি সমগ্র মানবতার ২০২৩ সালে শান্তি, প্রশান্তি, স্বাস্থ্য এবং কল্যাণে পূর্ণ একটি বছর কামনা করছি।’

নতুন বছরের প্রথম সকালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদ লিখেছেন, ‘২০২৩ খুব ভালো কাটুক। আশা, সুখ এবং প্রচুর সাফল্যে পূর্ণ হোক নতুন বছর। সকলে সুস্থ থাকুন।’

খ্রিষ্টীয় নতুন বছর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ‘নতুন বছরে মানুষে-মানুষে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও জোরদার হোক, সব সংকট দূরীভূত হোক, সব সংকীর্ণতা পরাভূত হোক এবং সবার জীবনে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমন্ধি- এই প্রার্থনা করি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *