January 20, 2025
আন্তর্জাতিক

নতুন ফার্স্ট লেডিকে স্বাগত জানালেন না মেলানিয়া

যুক্তরাষ্ট্রের নতুন ফার্স্ট লেডি জিল বাইডেনকে হোয়াইট হাউসে স্বাগত জানাননি বিদায়ী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ১৯৫০ সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো ফার্স্ট লেডিকে হোয়াইট হাউসে স্বাগত জানানো হলো না।

ডেইলি মেইল বলছে, এটি এমন একটি প্রথা যা উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতেও অব্যাহত ছিল। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর নানা বিতর্ক হলেও মিশেল ওবামা মেলানিয়াকে হোয়াইট হাউজে স্বাগত জানিয়েছিলেন।

বুধবার (২০ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এরই মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা এই প্রথা ভাঙলেন মেলানিয়া। আনুষ্ঠানিকভাবে স্বাগত জানালেন না ফার্স্ট লেডি জিল বাইডেনকে।

এক বিদায়ী বার্তায় মেলানিয়া বলেন, ‘প্রতিটি বিষয়ে মানুষের উৎসাহিত হওয়া উচিত। কিন্তু হিংসার আশ্রয় নেয়া উচিত নয়।’

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি হিসাবে শেষ ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ‘কারো প্রতি অনুরাগী হওয়া স্বাভাবিক। কিন্তু মনে রাখা উচিত, হিংসা কোনো কিছুর জবাব হতে পারে না। এটা ন্যায়সঙ্গত নয়।’

প্রসঙ্গত, নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর থেকেই নিজের অসন্তোষ প্রকাশ করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাটদের বিরুদ্ধে সরাসরি ভোটে কারচুপির অভিযোগ তোলেন তিনি। এরপর তারই উস্কানিতে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ট্রাম্প অনুসারীরা হামলা চালায়।

ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলা সারাবিশ্বে আলোড়ন তৈরি করেছে। বিশ্বের অনেকে এই হামলায় প্ররোচনা দেয়ার অভিযোগ তুলেছেন ট্রাম্পের বিরুদ্ধে। যার কারণে যুক্তরাষ্ট্রের সংসদের নিম্নকক্ষ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে দ্বিতীয়বারের মতো ইমপিচড বা অভিশংসিত হন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *