নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে হবে : শ্রম প্রতিমন্ত্রী
তথ্য বিবরণী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। বঙ্গবন্ধুর অবদান বাঙালি জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।
তিনি গতকাল রবিবার বিকালে খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
এসময় খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে খুলনা সরকারি বিএল কলেজ চত্ত¡রে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যূরাল ও স্কয়ারের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও তিন দিনব্যাপী বইমেলা উদ্বোধনকালে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, সকল শিক্ষার্থীকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে সরকার চেষ্টা করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যবই বিতরণের উদ্যোগ নেন। তিনি বলেন, যারা মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ লালন-পালন করার চেষ্টা করছে তাদের কঠোর হাতে দমন করা হবে। আমরা নতুন প্রজন্মের কাছে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ রেখে যেতে চাই।
খুলনা সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর কেএম আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা মোঃ নূর ইসলাম বন্দ, কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ রাকিব মোড়ল ও সাধারণ সম্পাদক নিশাত ফেরদৌস অনিক।