নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে : সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জ্ঞানার্জনে বইয়ের বিকল্প নেই। আলোকিত সমাজ গড়ে তুলতে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষিত জাতি গঠনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বর্তমান প্রজন্মের মেধা, যোগ্যতা ও দক্ষতাকে সম্পদে পরিণত করতে চান। সম্মিলিতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছার প্রতিফলন ঘটিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
সিটি মেয়র গতকাল রবিবার বিকাল ৪টায় নগরীর খালিশপুরস্থ সাগর পার্টি সেন্টারে অবকাশ গণগ্রন্থাগারের এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
গণগ্রন্থাগারের সভাপতি সৈয়দ জাকির হোসেন হাসিব-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম মোস্তফা, সরকারি গণগ্রন্থাগারের উপ-পরিচালক ড. মোঃ আহছান উল্লাহ, খুলনা শিল্প ও বনিক সমিতির পরিচালক মোঃ মাহবুব আলম, কেসিসি’র কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, মোঃ ডালিম হাওলাদার ও সংরক্ষিত আসনের কাউন্সিলর রহিমা আক্তার হেনা। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন খালিশপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও অবকাশ গণগ্রন্থাগারের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মনিরুল ইসলাম বাশার। গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক খন্দকার খলিলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি নাহিদা রহমান ডালিয়াসহ উপদেষ্টা, কর্মকর্তা এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।
পরে সিটি মেয়র গণগ্রন্থাগারের এক যুগ পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।