December 23, 2024
আঞ্চলিক

নতুন প্রজন্মকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করাই সরকারের উদ্দেশ্য : সিটি মেয়র

সংবাদ বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছন, শিক্ষা বিস্তারে বর্তমান সরকার অপরিসীম অবদান রাখছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় শিক্ষা ক্ষেত্রে অভ‚তপূর্ব উন্নতি সাধিত হচ্ছে। নতুন প্রজন্মকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করাই সরকারের উদ্দেশ্য। এ লক্ষ্যে অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন একাডেমিক ভবন নির্মাণসহ নানা কর্মসূচী বাস্তবায়ন করছে।
সিটি মেয়র গতকাল রবিবার সকালে খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত নয়াবাটী হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠ এর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
সিটি মেয়র আরো বলেন, শিক্ষিত জাতি গঠন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে। সরকার ভবিষ্যৎ প্রজন্মকে জনসম্পদে পরিণত করতে চায়। শিক্ষিত জাতি গঠনে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
স্কুলের প্রতিষ্ঠাতা ও স্কুল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি কেসিসি’র সাবেক কাউন্সিলর শেখ খায়রুজ্জামান খোকা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট ও সংরক্ষিত আসনের কাউন্সিলর রহিমা আক্তার হেনা। স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ জাহিদুজ্জামান। বিদায়ী শিক্ষার্থীদের মধ্য হতে আব্দুর রাজ্জাক ও নিশাত তাছলিম প্রীতি এবং ১০ম শ্রেণির শিক্ষার্থী তাহসিন জামান ও লামিয়া আক্তার অনুষ্ঠানে বক্তৃতা করেন। অন্যান্যের মধ্যে কেসিসি’র নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী খান, সাবেক প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, মো: আব্দুল খালেক, মো: মহিউদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে সিটি মেয়র বিদায়ী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *