December 22, 2024
জাতীয়

নতুন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন

দক্ষিণাঞ্চল ডেস্ক

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব পাওয়ার কয়েক ঘণ্টার মাথায় মাসুদ বিন মোমেনকে পররাষ্ট্র সচিবের পুরো দায়িত্ব দিয়েছে সরকার। পররাষ্ট্র সচিব শহিদুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় গতকাল মঙ্গলবার মাসুদকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশে সবচেয়ে বেশি সময় পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করা শহিদুল হক সোমবারই শেষ অফিস করেন। এরপর মঙ্গলবার সকালে মাসুদ বিন মোমেনকে ভারপ্রাপ্ত হিসেবে সেই দায়িত্ব দেওয়া হয়। জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন শেষে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) হিসেবে ছিলেন মাসুদ।

বিসিএস ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তা জাতিসংঘে বাংলাদেশ মিশনের দায়িত্ব পাওয়ার আগে জাপান ও ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়ার পর যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়েন মাসুদ বিন মোমেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ইসলামাবাদ, নয়াদিল্লি ও কাঠমান্ডু মিশনেও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *