January 3, 2025
খেলাধুলা

নতুন জার্সিতে মেসিরা

বিশ্বকাপের পর অনেকটা স্বেচ্ছায় জাতীয় দল থেকে দূরে থাকেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে সেই অভিমান ভেঙে আট মাস পর ফিরেছেন দলে। করছেন অনুশীলনও। আসন্ন কোপা আমেরিকায় অংশ নিতেই মেসির এই দলে ফেরা। তার আগে অবশ্য খেলবেন প্রীতি ম্যাচ।

কোপা আমেরিকাকে সামনে রেখে দলগুলো তাদের প্রস্তুতি সেরে নিচ্ছে। এরই মধ্যে পোশাক তৈরির প্রতিষ্ঠান এডিডাস আর্জেন্টিনা, কলম্বিয়া ও মেক্সিকোর জন্য নিয়ে এলো নতুন জার্সি। মঙ্গলবার (১৯ মার্চ) এডিডাস তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ছবি ও পোস্টের মাধ্যমে নতুন জার্সির বিষয়ে ঘোষণা দেয়।ছবিতে মেসি-দিবালাসহ একাধিক আর্জেন্টাইন ফুটবলারের পরনেই দেখা গেছে নতুন জার্সি। নতুন এই জার্সিতে, আর্জেন্টিনার চিরপরিচিত নীল-সাদা জার্সির স্ট্রাইপ বদলে যাচ্ছে। আকাশি রং অনেকটাই হালকা হয়েছে। দুটো সরু স্ট্রাইপ রাখা হয়েছে কাঁধের কাছে। কালো প্যান্টের বদলে নীল প্যান্ট আনা হয়েছে। এই জার্সি পরেই শুক্রবার (২২ মার্চ) ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ খেলতে নামবেন মেসিরা।
শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *