December 30, 2024
আন্তর্জাতিক

নতুন করোনাভাইরাসে ইউরোপের প্রথম মৃত্যু ফ্রান্সে

দক্ষিণাঞ্চল ডেস্ক

নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফ্রান্সে এক চীনা পর্যটকের মৃত্যু হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার পরাশক্তি চীনের উহান রাজ্যে ছড়িয়ে পড়ার পর এশিয়ার বাইরে প্রাণঘাতী ভাইরাসটিতে প্রথমবারের মতো আক্রান্ত হয়ে কারো মৃত্যু হলো।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অ্যাগনেস বুজিন বলেন, চীনের হুবেই প্রদেশের বাসিন্দা ৮০ বছর বয়সী ওই ব্যক্তি ১৬ জানুয়ারি ফ্রান্সে আসেন। ২৫ জানুয়ারি তাকে প্যারিসের হাসপাতালে কোয়ারেন্টিন করে রাখা হয়। এর আগে চীনের মূল ভূখÐের বাইরে কেবল তিনটি দেশে- হংকং, ফিলিপাইন ও জাপানে- নতুন করোনাভাইরাসে মৃত্যু হয়। তবে চীনের ভেতরে এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেড় সহগ্রাধিক মানুষ মারা গেছে, যাদের বেশিরভাগই হুবেই প্রদেশের।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *