নতুন ‘এক্সপ্লোর ট্যাব’ নিয়ে এলো ইউটিউব
কয়েক বছর দেরিতে হলেও ‘ট্রেন্ডিং ট্যাব’-কে বদলে দেওয়ার মতো ফিচার নিয়ে এসেছে ইউটিউব। অ্যান্ড্রয়েড ও আইওএসের জন্য নতুন ‘এক্সপ্লোর ট্যাব’ নিয়ে এসেছে গুগল মালিকানাধীন ভিডিও শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠানটি।
ইউটিউবে খুব দেখা হচ্ছে এমন ভিডিও দেখাবে নতুন এক্সপ্লোর ট্যাব। এ ছাড়াও এক্সপ্লোর ট্যাবের মাধ্যমে খুঁজে পাওয়া সম্ভব হবে নতুন ভিডিও। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট-এর।
চাইলে উপরের দিকে বাটনে ট্যাপ করে ‘ফ্যাশন’, ‘গেইমিং’ এবং ‘নিউজের’ মতো নানা শ্রেণির ভিডিও ব্রাউজ করা সম্ভব হবে। আরও থাকছে, ‘ক্রিয়েটর অন দ্য রাইজ’ এবং ‘আর্টিস্ট অন দ্য রাইজ’-এর মতো দুটি অপশন। ওই দুটি অপশন থেকে খুঁজে পাওয়া সম্ভব হবে উদয়ীমান কনটেন্ট নির্মাতা ও তারকাদেরকে।
সবার কাছে স্বয়ংক্রিয়ভাবে ফিচারটি পৌঁছে না গিয়ে থাকলে ঘাবড়ানোর কিছু নেই। সবার হাতের ডিভাইসে ফিচারটি আসতে আরও কিছুদিন সময় লাগবে বলেই জানিয়েছে ইউটিউব। ভবিষ্যতে ‘এক্সপ্লোর ট্যাব’-এ আরও শ্রেণী যোগ করার পরিকল্পনাও রয়েছে ভিডিও শেয়ারিং সাইটটির।