নতুন এই জার্সি পরেই টেস্ট খেলবেন সাকিবরা
ক্রীড়া ডেস্ক
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের মধ্য দিয়েই নাম ও নম্বর সংবলিত জার্সি পরে প্রথম খেলতে নামবেন সাকিব আল হাসানরা। এখন থেকে টেস্টে নতুন এই জার্সিই থাকবে টাইগারদের গায়ে। বৃহস্পতিবার চট্টগ্রামে শুরু হবে টেস্ট ম্যাচ। তার আগেই মঙ্গলবার টেস্টের নতুন জার্সি পরে ক্যামরার সামনে পোজ দেন টাইগাররা। এই প্রথম টেস্টে নাম ও নম্বর লিখিত জার্সি গায় দিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের জার্সি গায়ে যে নাম এবং নম্বর থাকে। টেস্টেও সেই নাম ও নম্বরই থাকছে টাইগারদের। নাম এবং নম্বরে কোনো পরিবর্তন নেই। শুধু রঙিন জার্সির পরিবর্তে এখন সাদা জার্সিতে নাম ও নম্বর বসানো হয়েছে।
আগে সীমিত ওভারের ক্রিকেটে ক্রিকেটারদের জার্সির পেছনে নাম ও নম্বর থাকত। স¤প্রতি টেস্ট ক্রিকেটেও এর প্রচলন শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চলমান অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচ থেকে নাম ও নম্বর সংবলিত জার্সি পরে মাঠে নামছেন ক্রিকেটাররা। বাংলাদেশের খেলোয়াড়েদেরও ক্রিকেটের অভিজাত সংস্করণে সেই পোশাকে দেখা যাবে।
কালের বিবর্তনে ক্রিকেটের বিভিন্ন সংস্করণে এসেছে পরিবর্তন। এক সময় ওয়ানডে খেলা হতো সাদা পোশাক ও লাল বলে। ‘৯০-এর দশকে একদিনের ক্রিকেটে শুরু হয় রঙিন পোশাক ও সাদা বলের চল। টি-টোয়েন্টির শুরু থেকেই তা দেখা যায়। এমনকি প্রতি সিরিজে দলগুলোর ডিজাইনেও আসে পরিবর্তন তথা ভিন্নতা।
সীমিত ওভারের ক্রিকেটে জার্সিতে ডিজাইনের বৈচিত্র্য চললেও টেস্ট থেকে গিয়েছিল সেই আগের মতোই। এবার নাম ও নম্বর যুক্ত হয়ে দীর্ঘতম সংস্করণেও লাগল আধুনিকতার ছোঁয়া। অবশ্য বেশ কয়েক বছর আগেই ইংলিশ কাউন্টিতে দীর্ঘ পরিসরের ক্রিকেটে এর প্রচলন শুরু হয়।